মিলি ডুয়েলি বসনিয়া-হার্জেগোভিনা আয়োজিত প্রথম পুরস্কার ও সর্বোচ্চ সম্মান জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কবি শরীফুল আলম। বসনিয়া-হার্জেগোভিনায় অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক কবিতা প্রতিযোগিতায় ১০৪টি দেশের ৭১১ জন লেখকের মধ্য থেকে আন্তঃসাংস্কৃতিক পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

২০১৮ সালে মিলি ডুয়েলি কানেক্টিং কালচার বিভাগে (ইওয়াইএ ফেস্টিভ্যাল, সালজবার্গ, অস্ট্রিয়া) ইউরোপের শীর্ষ পাঁচ যুব প্রকল্পে প্রবেশ করেছিল। একই বছর বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যবসায়িক ম্যাগাজিন ফোর্বস এ প্রকল্পের ওপর একটি নিবন্ধ প্রকাশ করে। ফোর্বসের নিবন্ধে মিলির ডুয়েলিকে আনুষ্ঠানিকভাবে বলকানের সবচেয়ে জনপ্রিয় অনলাইন কবিতা প্রতিযোগিতা হিসেবে ঘোষণা করা হয়। প্রকল্পটির প্রতিষ্ঠাতা নরমিন ডেলিচ তার ধারণা এবং প্রকল্প বাস্তবায়নের জন্য ইউনেস্কো শান্তি পুরস্কারে ভূষিত হন।

এর আগে যুক্তরাষ্ট্রে বাংলা ও ইংরেজি সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত কবি শরিফুল আলম বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তাকে শ্রদ্ধা জানান হাডসন সিটির মেয়র রিক রেক্টর।

শরিফুল আলমকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিত্বকারী অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার দ্বারাও সম্মানিত করা হয়। তার প্রকাশিত বইগুলো হলো সুড়ঙ্গে মোহনা, পরস্পরা, অবন্তির হাতে লাল গোলাপ, পথ, অন্তরে অনিন্দিতা। ওডিসি ইন্টারন্যাশনাল এনথোলজির বিশ্ব কবি ২০২০ কোষে তার কবিতা স্থান করে নিয়েছে।

এসএসএইচ