দক্ষিণ ইউরোপের দেশ স্পেনে তিন যুগের বেশি সময় ধরে বসবাস করছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে বাংলাদেশি শাকসবজি তেমন একটা মিলত না। তবে, এবার প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সরাসরি দেশি শাকসবজি আমদানি করা হচ্ছে। 

প্রবাসীদের কথা মাথায় রেখে এ উদ্যোগ নিয়েছে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলাদেশি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘হাট বাজার’। আর এতে সর্বোচ্চ সহযোগিতা করেছে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইং।

স্পেনে প্রচুর পরিমাণ বাংলাদেশির বসবাস থাকায় সেখানে দেশি শাকসবজির চাহিদা অনেক। তবে, আগে বাংলাদেশ থেকে সরাসরি আমদানি না করতে পারায় সেখানে দেশি সবজি কম পাওয়া যেত। 

এবার সেই ঘাটতি পূরণ করতে যাচ্ছে ‘হাট বাজার’। কয়েক মাসের চেষ্টায় বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইংয়ের ব্যবস্থাপনায় দেশী শাকসবজি আমদানি করতে সফল হয়েছে প্রতিষ্ঠানটি। 

এদিকে, দেশি শাকসবজি পেয়ে প্রতিষ্ঠানটিতে প্রবাসী বাংলাদেশিদের ভিড় জমে যায়। দোকানটিতে প্রয়োজনীয় শাকসবজি পেয়ে খুশি স্প্যানিশরাও। 

কেএ