যুক্তরাষ্ট্রের মিশিগানে বসছে বাংলা ব্যান্ড সংগীতের আসর। আগামী শনিবার (১৮ মে) বিকেল ৪টায় ওয়ারেন মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্রে ‘গ্রেট লেকস বাংলা রক’ নামে এই ব্যান্ড সংগীতের আসরটি বসবে।  

মিশিগান বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আয়োজকরা। 

তারা জানান, প্রবাসীদের মাঝে বাংলা রক সংগীতের যাদু পৌঁছে দেওয়ার জন্যই মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্র এ উদ্যোগ গ্রহণ করেছে। সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলা ব্যান্ড দল ‘রিদম অব বাংলাদেশ’।

অনুষ্ঠানে নর্থ আমেরিকার ৫টি বাংলা ব্যান্ড দল পারফর্ম করবে। ব্যান্ড দলগুলো হলো- রিদম অব বাংলাদেশ, টেন অ্যান্ড হাফ মাইলস, দি চ্যাপ্টার, ক্র্যাক অন্য দ্য ব্যাক এবং মেইলস্ট্রম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্রের চিফ কো-অর্ডিনেটর মৃদৃল কান্তি সরকার, রিদম অব বাংলাদেশের পক্ষে সাফকাত রহমান আবীর ও সাফিউল বশির সাফী।   

আয়োজকরা জানিয়েছেন, দর্শকদের জন্য গেট ওপেন করে দেওয়া হবে বিকেল ৪টায়। মিশিগানে বসবাসরত বাংলাদেশি-আমেরিকানদের সপরিবারে ব্যান্ড সংগীতের এ আসর উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তারা।

পিএইচ