ফিরবেন দেশে, ইমিগ্রেশন শেষে এয়ারপোর্টেই মারা গেলেন কুয়েত প্রবাসী
কুয়েত আন্তর্জাতিক এয়ারপোর্টে দেলোয়ার হোসেন নামে (৬১) এক প্রবাসী বাংলাদেশি যাত্রী মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে থাকতে পারেন।
শনিবার (৪ মে) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার উদ্দেশে কুয়েত এয়ারপোর্টে বোর্ডিং শেষে ইমিগ্রেশন করে ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে ২২ নম্বর গেটের সামনে অজ্ঞান হয়ে পড়েন কুয়েত প্রবাসী বাংলাদেশগামী বিমান যাত্রী দেলোয়ার হোসেন।
বিজ্ঞাপন
খবর পেয়ে এয়ারপোর্টের মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু মেডিকেল টিম পৌঁছানোর আগেই ওই প্রবাসী মৃত্যুবরণ করেন বলে জানা যায়।
আরও পড়ুন
মৃত দেলোয়ার হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সিদ্দিক উল্লাহর ছেলে বলে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মো. শাহজাহান।
দেলোয়ার হোসেন দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন বলে জানান তার স্ত্রী আকলিমা বেগম। তিনি জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে কুয়েতে ড্রাইভিং পেশায় নিয়োজিত ছিলেন।
এসএসএইচ