গুরুতর অসুস্থ মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি কর্মী মো. আনিসুর রহমানকে দেশে ফেরার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে বিমান টিকিট দিয়ে সহযোগিতা করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।

সম্প্রতি গুরুতর অসুস্থ মো. আনিসুর রহমানকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে দেখতে যান মিশনের (শ্রম) কাউন্সিলর মো. সোহেল পারভেজ। এসময় উপস্থিত ছিলেন, প্রবাসী ব্যবসায়ী মো. হাদিউল ইসলাম, হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান, মালদ্বীপ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এম আর কামাল হোসেন। 

কর্তব্যরত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুচিকিৎসার জন্য জরুরিভিত্তিতে বাংলাদেশের পাঠানোর জন্য বিমানের টিকিট হস্তান্তর করা হয়। আনিস মালদ্বীপের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। কাজ করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।

পিএইচ