হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়েত প্রবাসীর মৃত্যু
কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল আজিম (৫৪) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা এলাকার মোহাম্মদ সাদেকের ছেলে।
আব্দুল আজিম দীর্ঘ ২১ বছর ধরে কুয়েতে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আদান হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার (২৭ এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
জানা যায়, আব্দুল আজিমের দেশে এক ছেলে ও এক মেয়ে আছে। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুত তার মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার মামা মোকলেস হোসেন।
আরও পড়ুন
এসএসএইচ