বিপুল উৎসব ও আনন্দমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী উদযাপন করেছে মালদ্বীপ আওয়ামী লীগ। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার (১৯ এপ্রিল) রাজধানী মালের সিক্সটি সিক্স রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়।

ঈদ পুনর্মিলনী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন। মালদ্বীপ আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরে আলম রিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহিন মুন্সি, জায়লষ্কর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. শাখাওয়াত হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—  মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা হান্নান খান কবির, মালদ্বীপ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী সাদেক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান,  প্রবাসী সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রাজু, দপ্তর সম্পাদক রোবেল মৃদা, ক্রিয়া বিষয়ক সম্পাদক নুরে আলম ভূঁইয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জামাল হোসেন, বিষয়ক সম্পাদক মো. রফিক, অর্থ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মো. নাছির, সোহেল, সোহাগ, বিল্লাল প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ পরিচালনায় দেশ আজ বিশ্বের দরবারে একটি সম্মানজনক স্থানে দাঁড়াতে পেরেছে। 

বক্তারা আরও বলেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সবাইকে একজোট হয়ে কাজ করে যেতে হবে। দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

এমএ