মে মাস থেকে কুয়েতে চালু হবে এনআইডি সেবা কার্যক্রম
কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র প্রদান সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) সকালে দূতাবাসের হল রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
কুয়েত প্রবাসী বাংলাদেশিরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রত্যাশা দীর্ঘদিনের এনআইডি না থাকা এবং অনেক প্রবাসীর এনআইডিতে তথ্যগত ভুলসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রবাসীদের প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন
মতবিনিময় সভায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসর প্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, কুয়েত প্রবাসীরা বহুল কাঙ্ক্ষিত সেবাটি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পেতে যাচ্ছেন। আগামী মে মাস থেকে দূতাবাসে এনআইডি সেবা কার্যক্রম চালু করা হবে হবে।
যে সকল কাগজপত্র লাগবে
অনলাইনে আবেদন ফরম কপি, অনলাইন জন্ম সনদ কপি, বৈধ বাংলাদেশি পাসপোর্ট কপি, সদ্যতোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি। এছাড়াও অন্যান্য কাগজপত্রগুলোর মধ্যে হলো ইউনিয়ন অথবা পৌরসভার হতে নাগরিক সনদ, ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন) বিলের কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে। পিতা, মাতা, স্বামী, স্ত্রী-এর জাতীয় পরিচয়পত্র নম্বর।
এছাড়া অনলাইন জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের মধ্যে যদি কোনো তথ্যের গরমিল থাকে এক্ষেত্রে আগেই ভুল সংশোধন করে নিতে হবে।
এছাড়াও যে সকল প্রবাসীর আগেই জাতীয় পরিচয়পত্র আছে। যদি সেটাতে কোনো ধরনের ভুল থাকে কুয়েত থেকে সংশোধন করা যাবে না। তবে অনলাইনে আবেদনের পরে বাংলাদেশে সংশোধন করতে পারবেন প্রবাসীরা।
এমএসএ