ইসলাম ধর্মে বলা আছে যে, বছরের শ্রেষ্ঠতম বরকতময় রাত হচ্ছে শবে কদর। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকের বিজোড় রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। মুসলমানরা এ রাতটি পেতে উদগ্রীব থাকে, দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে।

তাই মুমিনরা রাত জেগে নামাজ, জিকির-আজকার, ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে বরকতের অন্বেষায় নিয়োজিত থাকে।

কুয়েতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রে রুমাইছিয়া শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্যরা এসব কথা বলেন। 

রুমাইছিয়া ৭ নম্বর গাতার মসজিদ সাদ আল আসফুরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও এস এম নাসির উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন শাহ আলম। আলোচক আব্দুল সাত্তার ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খতিব মাওলানা মোফাজ্জল হোসেন।

বক্তারা রমজান মাসের গুরুত্ব, তাৎপর্য ও এর ফজিলত সম্পর্কে আলোচনা করেন। 

ডাক্তার আব্দুল জব্বার, মাওলানা হাবিবুর রহমান, ইলিয়াস মাঝি ছাড়াও উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, গোলাম মোস্তফা, রফিক মোবারক, আবুল কাসেম, সুমন বেপারী, ইকবাল হোসেন, শহিদুল ইসলাম, নেসার উদ্দিন, নাজির আহম্মেদ, মীর নজরুল, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, ইলিয়াছ গাজী, শাহিন, আসমত, আবদুল আলিম, রবিউল, খাদেম ও রমজান আলীসহ অসংখ্য কুয়েত প্রবাসী বাংলাদেশি।

কেএ