রমজানের চাঁদ দেখা যাওয়ায় সোমবার (১১ মার্চ) থেকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হচ্ছে। রোববার (১০ মার্চ) দিবাগত রাতে প্রথম তারাবি নামাজ অনুষ্ঠিত হচ্ছে।

আমিরাতের জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডোর্সমেন্ট (আওকাফ) ও আমিরাতের চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ ও ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমসহ আমিরাতের সব বিভাগের শাসকরা পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। এ ছাড়া তারা সংযুক্ত আরব আমিরাতের সব নাগরিক ও বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানান।

এসএসএইচ