ভাষার প্রতি ভালোবাসা দেশপ্রেমের চেতনাকে শাণিত করে
সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় সম্প্রতি স্থানীয় নাফিম হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইউএই'র সভাপতি প্রকৌশলী মোয়াজেম হোসেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি এস এম রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবির সভাপতি সৈয়দ লুৎফর রহমান, যুবলীগ আবুধাবির সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির যুগ্ম সম্পাদক গোলাম কাদের ইফতি, আইয়ুব খান, জোবায়দুল করিম, মোরশেদুল আলম নাসির উদ্দিন সুভাষদে প্রমুখ।
এতে সভাপতির বক্তব্যে ইফতেখার হোসেন বাবুল বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, অর্জিত হয়েছে স্বাধীনতা। ভাষার প্রতি ভালোবাসা দেশপ্রেমের চেতনাকে শাণিত করে। তাই রক্তমূল্যে কেনা এই ভাষাকে ভালোবাসতে হবে।
এমএ