দেশীয় আদলে প্রতি বছর অস্ট্রেলিয়ার সিডনির অ্যাশফিল্ড পার্কে দিনব্যাপী একুশে বইমেলার আয়োজন করা হয়। এ মেলার জন্য মুখিয়ে থাকে এখানকার লেখক-পাঠকরা। মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে গত ২৫ বছর ধরে এ মেলার আয়োজন করা হচ্ছে।

আগামী ৩ মার্চ (রোববার) সিডনির অ্যাশফিল্ড পার্কে দিনভর চলবে এ বইমেলা। বইমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক।

মেলার আগে যথারীতি বইমেলার মঞ্চে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা সাহিত্যিক, কবিদের সদ্য প্রকাশিত (গত মেলা থেকে বর্তমান পর্যন্ত) বইয়ের মোড়ক উন্মোচন।

লেখকদের জন্য নিয়ম :

১. মেলায় লেখকদের ব্যক্তিগতভাবে উপস্থিত থাকা বাঞ্ছনীয়।

২. বইটির দুই কপি রেপিং করে মেলার দিন সকাল ১১টার মধ্যে প্রকাশনা সম্পাদকের কাছে জমা দিতে হবে।

সদ্য প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচনের জন্য যোগাযোগ করা যাবে  shakhawatnayon@gmail.com অথবা 0450 482 074 নম্বরে।

মেলার মূল আয়োজনে বই নিয়ে বসবে নানা স্টল। এ ছাড়া থাকছে ভাষা আন্দোলনের স্মরণে নানা আয়োজন, সাহিত্যের অংশ হিসেবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন মেলার আয়োজক একুশে একাডেমির সভাপতি প্রকৌশলী আবদুল মতিন। মেলার প্রধান পৃষ্ঠপোষক সিডনির স্থানীয় গণমাধ্যম প্রভাত ফেরি।

এসএসএইচ