বিএনপির কাইয়ুমকে দেশে পাঠাতে মালয়েশিয়ার হাইকোর্টের স্থগিতাদেশ
২০১৫ সাল থেকে মালয়েশিয়ায় আশ্রয়ে থাকা বিএনপি নেতা এম এ কাইয়ুমকে বাংলাদেশে ফেরত পাঠাতে স্থগিতাদেশ দিয়েছে দেশটির কুয়ালালামপুর হাইকোর্ট। স্থগিতাদেশের আবেদনের উদ্দেশ্য ছিল ইমিগ্রেশন বিভাগ যাতে বিএনপি নেতাকে নির্বাসন না দেয়।
কুয়ালালামপু হাইকোর্টের আইনজীবী কি শু মিন বলেছেন, বিচারক কে মুনিয়ান্দি তার বেআইনি অভিবাসন আটককে চ্যালেঞ্জ জানাতে হেবিয়াস কর্পাসের জন্য কাইয়ুমের আবেদনের শুনানির জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেছেন।
বিজ্ঞাপন
শুনানির আগে, হাইকোর্ট সরকারকে ২ ফেব্রুয়ারির মধ্যে সম্পূরক হলফনামা দাখিল করতে এবং কাইয়ুমকে ১ মার্চের মধ্যে জবাব দাখিল করতে নির্দেশ দিয়েছে।
কি শু মিন বলেন, ২২ শে মার্চ একযোগে উভয় পক্ষ তাদের লিখিত জমা দেওয়ার আগে সরকারকে ১৫ মার্চ একটি নিশ্চিতকরণ ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছিল।
কাইয়ুম ২০১৫ সাল থেকে সেকেন্ড হোম প্রোগ্রামের অধীনে এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর) দ্বারা তালিকাভুক্ত একজন শরণার্থী হিসাবেও রয়েছে বলে জানা গেছে।
এমএ