বাংলাদেশ ক্লাব জেনেভা, সুইজারল্যান্ডের উদ্যোগে যথাযথ মর্যাদায় বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে জেনেভা ক্যানটনের কারুজ কালচার হলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বাংলাদেশ ক্লাব।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউনিসিপাল কাউন্সিল মেয়র জিন-মার্ক আন্তোনিওলি এবং জেনেভা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ফ্রেডেরিক গিয়ম। এছাড়া মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন ক্লাব প্রধান হারুন রশিদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং মাহবুবুর রহমান।

আলোচনা সভা শেষে সহিদুল আলম স্বপনের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় তিন শতাধিক দর্শকের সামনে সংগীত, নৃত্য, পুথি পাঠ, তবলা ও সেতার বাদ্য পরিবেশন করেন সুইজারল্যান্ড ও ফ্রান্সে বসবাসরত শিল্পীরা।

দেশাত্মবোধক গান, নৃত্য, তবলা ও সেতারা বাজিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন ফারজানা তানিয়া আলম, ইনাইয়া জারা ইসলাম, ডা. সেগুফতা রেজা, আনহা সিকদার পুনম, রোকন,  শাহদাত হোসেন, নয়েমি হোসেন, মিলি হোসেন, রিমি হোসেন, লিমা বড়ুয়া, নিশাত আক্তার, জলি চৌধুরী, তিষা বড়ুয়া, মাহবুব রহমান, এলাহি টুকু, সাগর বড়ুয়া, অনুভব চ্যাটার্জি, দেবশ্রী চ্যাটার্জি, ডেনিস তেস্টি, দিলারা, আফসারা, নিতু, সুনেয়না, রামিসা হোসেন, নিধি হোসেন  প্রমুখ।

এলাহি টুকুর গ্রাম বাংলার পুথি পাঠ এবং ফ্রান্স নাগরিক ডেনিস তেস্টির সেঁতারের ঝংকার ছিল দর্শক শ্রোতাদের বাড়তি পাওয়া। অনুষ্ঠানটি বাংলা ও ফ্রান্স ভাষায় উপস্থাপনা করেন ইতি ও কাসফিয়া।

এসএসএইচ