দুবাই কনস্যুলেটে তিন দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে শুক্রবার
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বইমেলা। এটি দুবাইয়ে দ্বিতীয় বাংলাদেশি বইমেলা। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে এ বইমেলা শুরু হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর শুক্রবার।
বিদেশের মাটিতে বইমেলার স্বাদ দ্বিতীয়বারের মতো পেতে যাচ্ছেন আমিরাতের প্রবাসীরা। এদিন স্থানীয় সময় বিকাল ৫টায় বইমেলার উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক ও লেখক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আরও উপস্থিত থাকবেন আমিরাত ও বাংলাদেশের কবি সাহিত্যিকরা। বিজয় দিবস ও তার পরদিন অর্থাৎ ১৬ ও ১৭ ডিসেম্বর বইমেলা বিকাল ৩টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।
বিজ্ঞাপন
বুধবার (১৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানান, ইতোমধ্যে মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের বইমেলায় ঢাকার ৩০টি প্রসিদ্ধ প্রকাশনীসহ ৭০টি স্টল থাকবে। দ্বিতীয় এ বইমেলায় আমিরাতসহ বিভিন্ন দেশের কবি সাহিত্যিকদের উপস্থিত থাকার কথাও জানান জামাল হোসেন। বইমেলার পাশাপাশি বিজয় দিবস উপলক্ষ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিএম জামাল হোসেন বলেন, গতবছর বইমেলায় অংশ নিয়ে প্রবাসীরা দাবি তুলেছিলেন প্রতিবছর যেন অব্যাহত থাকে। প্রবাসীদের দাবির প্রেক্ষিতে ও প্রবাসীদের মাঝে বাংলা সাহিত্যের প্রাণ সঞ্চার করার লক্ষ্যে আবারও এ বইমেলার আয়োজন করা হয়েছে। এদিকে প্রবাসীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বইমেলার।
পিএইচ