মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ
মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ খালেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হাইকমিশনার আজাদ বলেন, মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করার সুযোগ হয়েছে। মালদ্বীপের সঙ্গে স্বাস্থ্য খাতে পেশাদারদের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া ছাড়াও সার্বিক উন্নয়নে দুই দেশের স্বাস্থ্য খাতকে যুক্ত করার বিষয়ে উভয়পক্ষ উন্মুখ।
বিজ্ঞাপন
এক্সে এক পোস্টে মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা স্বাস্থ্য খাতে উভয় দেশের মধ্যে পূর্ববর্তী সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
এসময় মিশনের কাউন্সেলর (শ্রম) ও হেড অব চেন্সারি মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
এনআই/এসএসএইচ