প্রবাসীদের সচেতন করতে নানা ব্যবস্থা নিচ্ছে মালদ্বীপ দূতাবাস। বাংলাদেশিদের রেমিট্যান্স পাঠানোসহ নানা ইস্যুতে সচেতন করতে চালিয়ে যাচ্ছে প্রচার-প্রচারণা। এরই অংশ হিসেবে রোববার (১০ ডিসেম্বর) মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল দেশটির কয়েকটি স্থান পরিদর্শন করেন।

এসময় প্রবাসী কর্মীদের মধ্যে তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। সেইসঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন দূতাবাসের কর্মকর্তারা। গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন তথ্য ও নির্দেশনা দেন দূতাবাসের কর্মকর্তারা।

প্রতিনিধি দলে মিশনের কাউন্সেলর ও হেড অব চেন্সারি মো. সোহেল পারভেজ, তৃতীয় সচিব চন্দন কুমার সাহা ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। হাইকমিশনের প্রতিনিধি দলটি আড্ডু শহরের আশপাশের বাংলাদেশিদের বসবাসরত  আইল্যান্ডগুলো পরিদর্শন করে।

মতবিনিময় সভায় হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, সর্বজনীন পেনশন স্কিম, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ ও স্থানীয় আইন, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি মেনে চলার মাধ্যমে প্রবাসীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে এগিয়ে আসতে হবে।

এছাড়াও সফরকালে আড্ডু আইল্যান্ডে অবস্থিত আড্ডু ইকুয়াটোরিয়াল হাসপাতাল পরিদর্শন করে প্রতিনিধি দলটি। হাসপাতালের পরিচালক ও সেখানে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন তারা।

এসএসএইচ