জাতিসংঘের সামনে যুবদলের বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেপ্তার দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, তফসিল বাতিল ও সরকার পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের এক দফা দাবিতে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র যুবদল। মঙ্গলবার (৫ ডিসেম্বর) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র যুবদলের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবের কাছে স্মারকলিপি দেন যুবদল নেতা আবু সাঈদ আহমদ, ইলিয়াস খান ও জাকির এইচ চৌধুরী।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র যুবদলের বিদায়ী সভাপতি জাকির এইচ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক সহ সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মো. গিয়াস উদ্দিন, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ আহমদ, কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক ইলিয়াস খান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী। যৌথভাবে সমাবেশ পরিচালনা করেন যুবদল নেতা আমানত হোসেন আমান, মোহাম্মদ কাশেম ও শাহবাজ আহমেদ।
সমাবেশে অতিথিরা ছাড়াও বক্তব্য দেন নিউ ইয়র্ক মহানগর বিএনপি নেতা হাবিবুর রহমান সেলিম রেজা, আহবাব হোসেন চৌধুরী খোকন, ফয়েজ আহমেদ চৌধুরী, চৌধুরী সালেহ আহমদ, কাজী আমিনুল ইসলাম স্বপন, যুক্তরাষ্ট্র জাসাস নেতা জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন ও ফাতেমাতুজ্জোহরা পলি প্রমুখ।
সমাবেশে জিল্লুর রহমান জিল্লু বলেন, সরকার একতরফা নির্বাচন করতে চাইছে। কিন্তু দেশের জনগণ এ নির্বাচন মেনে নেবে না।
তিনি বলেন, সরকার বিএনপিকে ধ্বংস করতে চায় বলেই নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, হামলা করে, গ্রেপ্তার করে স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
আবু সাইদ আহমদ বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে। বিএনপি-যুবদলের নেতৃত্বে চলমান আন্দোলনে এ সরকারের পতন হবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
ইলিয়াস খান বলেন, আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ছাড়া জাতীয়তাবাদী শক্তি ঘরে ফিরবে না।
জাকির এইচ চৌধুরী বলেন, ক্ষমতার মোহে শেখ হাসিনা সরকার অন্ধ হয়ে গেছে বলেই গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে, স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। শেখ হাসিনা দেশে একদলীয় বাকশাল কায়েম করতে চায়।
বিএনপি ও যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে অংশ নেন। বেলা ২টা থেকে বিকেল ৫ট পর্যন্ত এ সমাবেশ চলে। সমাবেশে নেতাকর্মীদের মধ্যে এ জেড এম জাহাঙ্গীর হাসাইন, আনিসুর রহমান, সৈয়দ গউসুল হোসেন, লিয়াকত আলী, শামীম মাহমুদ, অহিদুজ্জামান নিলু, মনিরুল ইসলাম মনির, আহসান উল্লাহ মামুন, মাসুদ রানা, হুমায়ুন আহমেদ, বাদল মির্জা, মোহাম্মদ আলী মিলন, মো. সোলায়মান, মাসুক আহমদ সুজন, সোহাগ আফসার, মো. মহসিন লাল, রাহিমুল ইসলাম প্রিন্স, সালাহউদ্দিন রুবেল, সেলিম আহমেদ, হুমায়ুন কবির, মো. কামরুল হাসান, কামাল হোসেন, তোফায়েল আহমেদ, মিজানুর রহমান মুরাদ, দিদার চৌধুরী, আজিজুল হক মন্টু, হাজী ইসহাক শেখ, মো. আনসার শেখ, মো. আতিকুর রহমান সাবু, মো. সেলিম আহমেদ, জিনাত রিনা, হাবিবা বেগম, রুবেল, সাইফুল, রিয়াজ, নাসির মোসলেহ উদ্দিন, জাবেদ, রিফাত, আলমগীর, ফয়সাল, টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএসএইচ