ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হার্ট ফাউন্ডেশন সিলেট, ইউকে কমিটি।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ডা. আব্দুল মালিক বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ছিলেন। একাধারে তিনি ছিলেন একজন সফল চিকিৎসক, খ্যাতনামা শিক্ষক এবং সমাজসেবক। মানবহিতৈষী কর্মকাণ্ডের জন্য তিনি নানাভাবে পুরস্কৃত এবং প্রশংসিত হয়েছেন। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোক প্রকাশ করেছেন হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট, ইউকে কমিটির আহমদ উস সামাদ চৌধুরী জেপি, এস আই আজাদ আলি, মিসবাহ জামাল, মনসুর আহমদ খান, ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই, মহিব চোধুরী, মোহাম্মদ ইছবাহ উদ্দিন, মহিবুর রহমান মুহিব, আবদাল মিয়া, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মুহিব উদ্দিন চৌধুরী, রুহি আহাদ, এনায়েত খান, মানিক মিয়া, শামিম লোদী , রবিন পাল, ওয়ারিছ আলী, আব্দুল মালিক আজাদ, এম শামসুদ্দিন, জাহাঙ্গীর খান, জাহাঙ্গীর হক, দেলোয়ার হোসেন, শামসুল ইসলাম সেলিম, এম এ মতিন, এক্স কাউন্সিলর মোহাম্মদ সুলতান, তৈমুছ আলী, ওহিদ উদ্দিন, পলি রহমান, মোহাম্মদ তালেব আলী, আব্দুল মুকিত মুকতার, আবদুল হাকিম আজাদ।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনেই বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

বুধবার (৬ ডিসেম্বর) বাদ জোহর উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিকের জানাজা নামাজের পর  সিলেটের দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ নোয়াগাঁও নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার পথিকৃত ডা. আব্দুল মালিককে বাংলাদেশ সেনা বাহিনী কর্তৃক রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেওয়া হয়।

এমএ/এমএ