মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের লেবার মিনিস্টারের বিদায় সংবর্ধনা
কুয়ালালামপুরে বাংলাদেশের হাইকমিশনের লেবার মিনিস্টার মো. নাজমুস সাদাত সেলিমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি শুক্রবার (২৪ নভেম্বর) ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন।
বিদায়ী অনুষ্ঠানে মিশনের কর্মকর্তারা মেয়াদকালে প্রশংসনীয় অবদানের জন্য সেলিমের প্রশংসা করেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত মো. শামীম আহসান বলেন, একাধিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মালয়েশিয়ায় বিপুল সংখ্যক প্রবাসীকে সেবা প্রদানে লেবার মিনিস্টার সেলিমের পেশাদারিত্বের প্রতিশ্রুতি এবং আন্তরিকতার প্রশংসা করছি। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় ধন্যবাদ জানান তিনি।
হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা লেবার মিনিস্টার মো. নাজমুস সাদাত সেলিম এবং তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সেলিম তার দায়িত্বপালনকালে সমর্থন ও সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে শেষে মো. নাজমুস সাদাত সেলিম দূতাবাসে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালনের স্বীকৃতি হিসেবে হাইকমিশনারের কাছ থেকে একটি সম্মাননা স্মারক গ্রহণ করেন।
এসএসএইচ