কুয়েতে বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে এ সভার আয়োজন করে যুবলীগ কুয়েত শাখা।

অনুষ্ঠানে আওয়ামী যুবলীগ কুয়েত শাখার যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও যৌথ সঞ্চালনা করেন সিনিয়র সদস্য নবীউল হক মিলন ও সদস্য মনি হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

বিশেষ অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন যুবলীগের সাংগঠনিক  সম্পাদক  মো. শহিদুল হক রাসেল। প্রধান বক্তা হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য দেন যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন যুবলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি মোহাম্মদ সেকেন্দার আলী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মো. ফয়েজ কামাল, মো. মুরাদুল হক চৌধুরী, মো. শামসুল হক, মো. সুরুক মিয়া, আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. কামরুজ্জামান টিটু ও পিদ্দু, কামাল হোসেন, কুয়েত কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন, মো. কামাল উদ্দীন, জাতীয় শ্রমিক লীগ কুয়েতের সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, মো. দিদারুল আলম দিদার, জাতীয় পার্টি কুয়েত শাখার সভাপতি ইসমাঈল হোসেন, ফাহাহিল যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম টিটু, ফাহাহিল মহানগর যুবলীগের সভাপতি শাহাদত হোসেন বিক্রমপুরী, জিলিব আল শুয়েখ শাখা যুবলীগের সভাপতি আনোয়ার। কেন্দ্রীয় কমিটির সংরক্ষিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন– মো. ফারুক জাহার, শেখ নাছির উদ্দীন, মো. মুরাদুজ্জামান চোধুরী, মঞ্জুর রহমান মঞ্জু, মানিক কুন্ড, নুর উদ্দীন, শেখ জাহিদ, ফারুক আনন্দ, কামাল পাশা, মো. ইদ্রিস আলী সোহাগ, আব্দুল আলীম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল আহসান জাহিদ।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আরও বক্তব্য দেন ফাহাহিল মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম উজ্জ্বল, আল ওয়াফরা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, জিলিব আল সুয়েখ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ মিয়াজী, ফাহাহিল যুবলীগ সদস্য জুয়েল, সেলিম বাবুল, আব্দুর রউফ। আরও বক্তব্য দেন বিভিন্ন শাখা ও মহানগর কমিটির নেতারা।

যুবলীগের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম চৌধুরী সমাপনী বক্তব্যে সবাইকে আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য সবাইকে আহ্বান জানান।

এসএসএইচ