এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের স্পেন শাখার প্রস্তাবিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার স্থানীয় একটি রেস্টুরেন্টে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী যুবলীগের স্পেন শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তামিন চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, সহ-সভাপতি একরামুজ্জামান কিরণ, কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম ফারুক পাবেল, বেলাল আহমেদ, দপ্তর সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্য নেতারা।

সভায় সবার সর্বসম্মতিতে স্পেন আওয়ামী যুবলীগের ২৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক কমিটিতে ইফতেখার আলমকে আহ্বায়ক হিসেবে, যুগ্ম আহ্বায়ক হিসেবে সাইফুল আলম সোহাগ, আব্দুল মালেক, ছালাহ উদ্দিন, হানিফ মিয়াজি, ওয়াহিদুজ্জামান, মহি উদ্দিন কিশোর, পিয়াস পাটোয়ারী, মো: সাগর, মামুন হাওলাদার, জামিল আহমদ, সদস্য মাসুম শেখ, তাহেদ আহমদ, এমদাদ হোসেন ইমু, আলামিন আহমেদ, আশরাফুল সুবেদার, ফারহান প্রিতম, আহসান হাবিব নিশান, সাব্বির আহমদ, ইমরান ফারহাত ইমরান, শিহাব আহমদ, রিপন আহমদ, সুজেল আহমেদকে রাখা হয়েছে।
 
এসময় নবনির্বাচিত যুবলীগ নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। যুবলীগের নেতারা বলেন, মানবিক যুবলীগ শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাবে।

পিএইচ