নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় মোহাম্মদ রিদোয়ান হক (২৩) নামে এক তরুণ নিহত হয়েছে। তিনি অ্যামাজনে কাজ করতেন। গত ৫ নভেম্বর ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিউ জার্সির কর্মস্থল থেকে স্কুটারে বাসায় ফিরছিলেন রিদোয়ান। এসময় পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
মা-বাবার একমাত্র ছেলে রিদোয়ান বসবাস করতেন নিউ ইয়র্কের ব্রুকলিনে পরিবারের সঙ্গে। তার বাবা মো. আনসারুল হক খোকন বহু বছর আগে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রে যান, তিনি পেশায় একজন নির্মাণ ব্যবসায়ী।
রিদোয়ানের একমাত্র বোন নিউ ইয়র্কে চিকিৎসক হিসেবে কর্মরত বলে জানা গেছে।
এসএসএইচ