ইতালির ভেনিসে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বিশাল মিছিল ও সমাবেশ হয়েছে। কয়েক হাজার নারী-পুরুষের ওই মিছিল সমাবেশ থেকে ‘পালেস্তিনা লিবেরা’ বা ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দেন।

রোববার (৫ নভেম্বর) সকাল ১০টায় ভেনিসের মেসত্রে ট্রেন স্টেশন থেকে শুরু হওয়া মিছিলটি ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র পিয়াচ্ছো ফেরেত্তোয় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলকে কেন্দ্র করে শহরে যানজট সৃষ্টি হয় এবং পুলিশ কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে মিছিলটি ঘিরে রাখে। এসময় শহরের বাসিন্দাদের বলতে শোনা যায়, স্মরণকালে তারা এই শহরে এত বড় মিছিল দেখেননি।

মিছিলে প্রায় দুই হাজার বাংলাদেশিসহ অন্য মুসলিম অভিবাসীদের পাশাপাশি বহু ইতালীয় নাগরিককে অংশ নিতে দেখা যায়। তাদের অনেকেই গায়ে ফিলিস্তিনির পতাকা, শান্তির পতাকা জড়িয়ে ফেস্টুন, প্ল্যাকার্ড এবং পতাকা হাতে মিছিলে অংশ নেন।

সমাবেশে বক্তারা ইতালি সরকারের কড়া সমালোচনা করে বলেন, ইতালি ক্যাথলিকদের তীর্থস্থান ভ্যাটিকানের দেশ। মানবাধিকার যাদের সংস্কৃতি, তারা কীভাবে দখলদার ইসরায়েলের পক্ষ নিতে পারে?

তারা অবিলম্বে গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে ইতালির জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান এবং যুদ্ধ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় ইউনিয়নকে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রায় চার সপ্তাহ ধরে চলমান ইসরায়েলি হামলা বন্ধ এবং গাজায় মানবিক সাহায্য পাঠানোরও দাবি জানানো হয় সমাবেশ থেকে।

এসএসএইচ