জেনেভায় লিয়াজোঁ অফিস খোলার পরিকল্পনা করছে ন্যাটো
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) সুইজারল্যান্ডের জেনেভায় একটি লিয়াজোঁ অফিস খোলার পরিকল্পনা করছে। প্রকল্পটি ইতোমধ্যে বার্ন অনুমোদন করেছে।
২০২২ সালের সেপ্টেম্বরে সুইস সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সবুজ সংকেত পাওয়ার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় লিয়াজোঁ অফিস স্থাপনের প্রস্তুতি নিতে শুরু করেছে। বতর্মানে ন্যাটোর নিউ ইয়র্ক ও ভিয়েনায় দুটি কার্যালয় রয়েছে। এখন জেনেভায় কার্যালয় স্থাপন করতে ন্যাটোর পক্ষ থেকে সুইস কর্তৃপক্ষের কাছে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে।
বিজ্ঞাপন
গত জুলাইয়ে লিথুয়ানিয়ার ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে জেনেভায় নতুন অফিস খোলার বিষয়টি ওঠে। তার ধারাবাহিকতায় জাতিসংঘ ও অন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে জোটের তথ্য আদান-প্রদান প্রক্রিয়া আরও গভীর করার লক্ষ্যে নতুন অফিস খোলার বিষয়টি বাস্তবায়িত হতে যাচ্ছে।
জেনেভা গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক ও ন্যাটো বিষয়ক বিশেষজ্ঞ ডেভিড সিলভান বলেন, এটি জোটের জন্য জেনেভাতে বিপুল সংখ্যক কূটনীতিকের সঙ্গে সরাসরি ঘনিষ্ঠ হওয়ার একটি উপায়। শুধু তাই নয়, এটি অনেক লক্ষণের মধ্যে একটি যে ন্যাটো এখন বিশ্বব্যাপী তার পরিসীমা বিস্তারে গুরুত্ব দিতে শুরু করেছে।
শুধু উত্তর আটলান্টিক নয়, আফ্রিকা এমনকি এশিয়াতেও ন্যাটো পরিসীমা বিস্তারে আগ্রহী বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। জেনেভায় ন্যাটোর উপস্থিতি এ কাজকে আরও সহজ করে তুলবে বলেও মনে করেন তিনি।
রাজনৈতিকভাবে জেনেভায় ন্যাটোর আগমন নিয়ে অনেকেই একমত নয়। কেউ কেউ এই সামরিক জোটের আগমন নিয়ে উদ্বিগ্ন। কিন্তু সিলভানের মতে, ন্যাটোর উপস্থিতি জেনেভায় নিরপেক্ষতার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে না, যেখানে অনেক এনজিও ইতোমধ্যে কাজ করছে।
এসএসএইচ