জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে রক্ষণাবেক্ষণের প্রয়োজনে মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব সেবা বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)। দেশের মতো সংযুক্ত আরব আমিরাতের দুটো মিশনেও একই সময় পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে এনআইডি কার্যক্রম।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন >> ২৮ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় এনআইডি সংক্রান্ত সব সেবা বুধবার দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। এতে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন >> এনআইডি সিস্টেমকে আরও শক্তিশালী করতে হবে : ডিজি

গত তিন মাসে দেশটিতে এনআইডির জন্য আবেদন করেছেন প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশি। তবে, সাময়িক এ বন্ধের কারণে কোনো প্রভাব পড়বে না বলে দাবি দূতাবাসের।

/এফকে/