মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে কুয়ালালামপুর হোটেল জি টাওয়ারের বলরুমে শিক্ষামেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটি অব মালয়েশিয়া (বিএসসিএম) এ আয়োজন করে। মেলায় মালয়েশিয়ান নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাঙালিদের উপচে পড়া ভিড় দেখা যায়।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনির বিন আমজাদ। বিশেষ অতিথি ছিলেন বারাকাত ডাইনামিক গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান কামরুজ্জামান কামাল, কমিউনিটি নেতা লিটন কাজী, মনিরুজ্জামান মনির, বিএম বাবুল হাসান, মনসুর আল বাসার সোহেল, মশিউর রহমান লিংকন।

মেলার স্টলগুলোতে ছিল দেশীয় শাড়ি, ব্যাগ, প্রসাধনীসহ রকমারি পণ্য। বিভিন্ন রঙে সেজে ছিল উৎসব প্রাঙ্গণ। মেলায় ১৮টি স্টল ছিল। মেলাটি প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

মেলায় দেশীয় শাড়ি ও ঐতিহ্যবাহী নানা পণ্যসহ পোশাকের স্টল ছিল বিশেষ আকর্ষণীয়। চটপটি, ফুচকা, পাটিসাপটা, কুলি, ভাপা পিঠা, পুলি পিঠা, নারু পিঠাসহ নানা নাম ও স্বাদের বাহারি পিঠা ছিল খাবারের দোকানগুলোতে। ভোজন রসিকদের ভিড় দেখা যায় সেখানে। এমন মেলার আয়োজন প্রবাসী নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতির উপস্থাপন হিসেবে দেখেন বলে জানায় মেলায় আগতরা।

মেলায় প্রবাসী শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা তাদের মুখে-হাতে রঙ-তুলি দিয়ে আলপনা আঁকে। বাংলার গৌরব, ঐতিহ্য সংগ্রাম, সাফল্য ও আবেগ এই আলপনায় ফুটে ওঠে প্রবাসীদের মধ্যে।

বারাকাত ডাইনামিক গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান কামরুজ্জামান কামাল ভবিষ্যতে আরও সুন্দর ব্যবস্থাপনার মেলা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনির বিন আমজাদ বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশির সুসম্পর্ক আরও গভীর হবে।

মেলায় শিক্ষামূলক সেমিনার, উচ্চশিক্ষাবিষয়ক তথ্য প্রদান, অনুপ্রেরণামূলক গল্প উপস্থাপন, বিভিন্ন জেলার মানুষের অংশগ্রহণে আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা ‘আমার জেলাই সেরা’, ফ্যাশন শো, ফটো কন্টেস্ট, বেবী ব্যান্ড, জাদু প্রদর্শনী, কবিতা আবৃত্তি, মঞ্চ নাটক, নৃত্য পরিবেশন ইত্যাদি ছিল। এছাড়াও বাংলাদেশ থেকে আসা সংগীত শিল্পীরা গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন।

বাংলার ঐতিহ্যবাহী বালিশ খেলা, চেয়ার সেটিং, হাতে মেহেদী লাগানো, সেরা পোশাক পরিধানকারীর মাঝে বিজয়দের পুরস্কার দেওয়া হয়। এছাড়াও মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে থেকে লাকি কুপন বিজয়ীদের কুয়ালালামপুর টু ঢাকা এয়ার টিকিটসহ আকর্ষণীয় দশটি পুরস্কার দেওয়া হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলার নানা আয়োজন মুগ্ধ করে মেলায় আগত প্রবাসী বাঙালি দর্শকদের।

/এসএসএইচ/