অকল্যান্ডে রাস্তার নাম বাংলা প্লেস
নিউজিল্যান্ডের উত্তর-মধ্য উত্তর দ্বীপ শহর অকল্যান্ডের একটি রাস্তার নাম বাংলা প্লেস। মেসি সাবার্বের ওই রাস্তাটি ২০০৮ সালে উদ্বোধন করা হয়।
রাস্তার নাম বাংলা প্লেস রাখতে স্থানীয় সিটি কাউন্সিলের অনুমতি নিতে হয়েছিল। প্রবাসী মো. মনসুর রহমান অনুমতি নিয়ে রাস্তাটি নির্মাণ করেন। পাশাপাশি তিনি ওই রাস্তার দুই পাশে ছোট-বড় ৩৫টি বাড়ি নির্মাণ করেন।
বিজ্ঞাপন
১৯৮৭ সালে মো. মনসুর রহমান নিউজিল্যান্ডের অকল্যান্ডে পাড়ি জমান। সেখানে নিজে প্রতিষ্ঠিত হয়েছেন। পাশাপাশি অনেক প্রবাসী বাংলাদেশির জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন।
মো. মনসুর রহমান বলেন, আমি আমার বাংলাদেশকে ভালোবাসি। সব সময় ভাবতাম সময় সুযোগ হলে প্রবাসে দেশের নামে কিছু করব। আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে। আমি এই বাংলা প্লেসের একটি বাড়িতে থাকি। মনে হয় যেন বাংলাদেশেই আছি।
/এসএসএইচ/