বাংলাদেশ হাইকমিশন লন্ডনের মিনিস্টার (পলিটিক্যাল) নাসরিন মুক্তির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বাদ জোহর ব্রিকলেন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। 

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও লন্ডন হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক নারী-পুরুষ জানাজায় অংশ নেন।

এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) নাসরিন মুক্তির আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের উদ্যোগে ব্রিকলেন মসজিদে বাদ আসর পবিত্র কোরআন খতম এবং বাদ মাগরিব বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

গত সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন নাসরিন মুক্তি। তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্বামী ও এক শিশুকন্যাসহ পরিবারের অনেক সদস্য ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলাম, পররাষ্ট্র সচিব মাসুদ ‍বিন মোমেন, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শিগগিরই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নাসরিন মুক্তির মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে।

/এসএসএইচ/