কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত ফোবানার ৩৭তম কনভেনশনে গানে গানে দর্শক মাতালেন বাংলাদেশের তিন জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন, মমতাজ ও বালাম।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়লের আয়োজনে স্থানীয় সময় রোববার (৩ সেপ্টেম্বর) রাত ১০টায় লাভাল শহরের পাঁচ তারকা হোটেল শেরাটনে ফোবানার মঞ্চে উঠেন শিল্পী সাবিনা ইয়াসমিন। টানা সোয়া এক ঘণ্টা ক্লান্তিহীন একে একে ১৪টি গান দর্শক-শ্রোতাদের উপহার দেন তিনি।

এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ফোবানা কনভেনশনের দ্বিতীয় দিনে গান পরিবেশন করেন শিল্পী মমতাজ ও বালাম। প্রবাসীদের মিলনমেলায় তপন চৌধুরী, লাভলী দেব, মোজাসহ আরও অনেকে গান শোনান।

আমেরিকা ও কানাডায় বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)। এবার অনুষ্ঠিত হয়েছে ফোবানার ৩৭তম কনভেনশন ১-৩ সেপ্টেম্বর তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

ফোবানার এ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অটোয়ায় বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার ড. খলিলুর রহমান।

এবারের ফোবানার আয়োজক দেওয়ান মনিরুজ্জামান জানান, ২০২৪ সালে এ ফোবানা হবে মিশিগানে। এবারের ফোবানা শেষ হলো। যা উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ভিসি ড. জসিমউদ্দিন আহমেদ।

/এসএসএইচ/