মালয়েশিয়ায় ‘প্রিয়তমা’ দেখতে প্রবাসীদের উপচে পড়া ভিড়
চলতি বছর ঈদে মুক্তি পায় ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। শুধু দেশে নয়, আন্তর্জাতিক মঞ্চেও বেশ প্রশংসা কুড়িয়েছে ছবিটি।
যুক্তরাষ্ট্র ও কানাডার পর এবার মালয়েশিয়াসহ আরও নয় দেশে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। গত ২৫ আগস্ট মালয়েশিয়ার সেন্সর বোর্ডের পক্ষ থেকে মুক্তির ছাড়পত্র পায় ছবিটি। ৩১ আগস্ট থেকে দেশটির টিজিভি কেএলসিসি, টিজিভি চেরাস সেন্ট্রাল, টিএসআর সিনেমাক্স শাহআলম, এ-ই সিনেমাক্স সেরেম্বান, এমএমসি প্রানগিন মল পেনাং, এমএমসি সিটি স্কয়ার জোহর প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’।
বিজ্ঞাপন
মুক্তির পর দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে প্রেক্ষাগৃহগুলোতে। এ কারণে কয়েকটি শো বাড়ানো হয়েছে বলে জানান হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস পরিচালক মোয়াজ্জেম হোসেন নিপু।
প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।
/এসএসএইচ/