মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

শুক্রবার (১ সেপ্টেম্বর) দেশটির রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।  

সংগঠনের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনা ও মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নেহের মিয়া রানা, মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুর ইসলাম, মাহমুদুল হাসান কালাম, মো. হালিম মিয়া, প্রচার সম্পাদক খলিলুর রহমান, সহপ্রচার সম্পাদক মো. করিম রানা, অর্থ বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ কাদের, ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুন মিয়া, সহকারী ধর্ম বিষয়ক সম্পাদ মাসুম মোল্লাসহ মালদ্বীপ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার অগণতান্ত্রিকভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। নির্দলীয়  সরকারের মাধ্যমে নির্বাচনের রূপ রেখা তৈরি করে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান  তারা।

এমএসএ