টরন্টোতে বাংলা কনসার্টকে ঘিরে মিক্সটেপের ‘মিট অ্যান্ড গ্রিট’

কানাডার টরন্টোতে মূলধারার মঞ্চে বাংলা ব্যান্ড গানকে তুলে ধরার প্রত্যয় নিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা কনসার্ট। এ কনসার্টটি ১৬৮৬ এলসমেয়ার রোডের জেসিসি কনভেনশন সেন্টারে মিক্সটেপ-এর আয়োজনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এ উপলক্ষ্যে স্থানীয় কিংস্টন রোডের কাজুন চিকেন অ্যান্ড সি ফুড রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছিল ‘মিট অ্যান্ড গ্রিট’-এর। এতে বাংলা কনসার্ট এর বিস্তারিত তুলে বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান মিক্সটেপ-এর পক্ষে সাইফুল আজিম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার বিজ্ঞাপন এবং ইভেন্টম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ডটবার্থ-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গাউসুল আলম শাওন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খ্যাতিমান শিল্পী চন্দন, ব্যান্ড গ্রুপ শূন্য-এর ভোকাল এলিম, দেশে-বিদেশে টিভি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল মিন্টো, এনআরবি টিভি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলা মেইল-এর সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, নতুন দেশ-এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর ও স্কারবোরো ফোক ফেষ্ট-এর সংগঠক উজ্জল দাশ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন শারমিনা নাসরিন।

সাইফুল আজিম বাংলা কনসার্টের বিস্তারিত তুলে ধরে জানান, আগামী ১৫ সেপ্টেম্বরের বাংলা কনসার্টে এ সময়কার হার্টথ্রব ব্যান্ড গ্রুপ শূন্য, উইনিংস খ্যাত চন্দন এবং তার দল, সঙ্গীত পরিচালক এবং শিল্পী ফুয়াদ আল মুক্তাদির অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে থাকছে বি-শার্প এবং রিকল নামে আরও দুটি ব্যান্ড গ্রুপ।

তিনি বলেন, গান যারা ভালোবাসেন, ব্যান্ডের গান যারা শুনেন- তাদের কাছে পারফর্মারদের নিয়ে নতুন কিছু বলার প্রয়োজন হয় না। আমার বিশ্বাস টরন্টোর শ্রোতারা ১৫ সেপ্টেম্বরের বাংলা কনসার্টে ভিন্নরকম অভিজ্ঞতা লাভ করবেন।

সৈয়দ গাউসুল আলম শাওন বলেন, টরন্টোর বাংলা কনসার্টের আয়োজকদের ঢাকার আর্মি স্টেডিয়াম, জাতীয় প্যারেড গ্রাউন্ড, সংসদ ভবন চত্বরের মতো বিশাল জায়গায় মেগা কনসার্ট করার অভিজ্ঞতা রয়েছে। ফলে টরন্টোয় তারা নতুন কিছু উপহার দেবেন। এসময় তিনি টরন্টোর শ্রোতাদের বাংলা কনসার্ট উপভোগ করার জন্য আহ্বান জানান।

আয়োজকরা জানান, আগামী ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় এ কনসার্ট শুরু হবে। অনলাইনে এবং ডেনফোর্থের স্পাইসি গ্রিল ও ঊনদাল রেস্টুরেন্ট এবং সি নেক্সট ফ্যাশন স্টোরে কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইন থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।

এফকে