কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে নির্বাচনী প্রস্তুতি সভা ও নমিনেশন ফরম দাখিল অনুষ্ঠিত হয়েছে।‌ 

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর কুয়েত সিটির হোটেলের হলরুমে আগামী ১৫ সেপ্টেম্বর প্রেস ক্লাবের নির্বাচনে অংশ নিতে ক্লাবের সদস্যরা নির্বাচন সমন্বয়ক জাহাঙ্গীর খান পলাশের নিকট নমিনেশন ফরম দাখিল করেন।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় কর্মরত কুয়েত প্রবাসীসহ সব সংবাদকর্মীদের সমন্বয়ে ২০২১ সালে গঠিত হয় বাংলাদেশ প্রেস ক্লাব। পুরাতন কমিটির মেয়াদ শেষে তা বিলুপ্ত করে গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষভাবে নতুন কমিটি গঠনকল্পে নির্বাচনের জন্য নির্বাচন সমন্বয়কারী ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর খান পলাশকে দায়িত্ব দেওয়া হয়।

এফকে