দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর মমতাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা আওয়ামী লীগের উপদেষ্টা আনিস রহমান।

রোববার (৯ জুলাই) সন্ধ্যা সাতটার সময় জোহানসবার্গের ফোডর্সবার্গে একটি রেস্টুরেন্টে কোরআন তেলাওয়াত ও সম্মিলিত জাতীয় সংগীতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

হাজী নোমান সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, জয়নাল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাফর হোসেন, আবু নাসের হাজারি, নাসির উদ্দিন, আব্দুল মতিন ভূঁইয়া, মোহাম্মদ সৌরভ, যুবলীগের লোকমান হোসেন আপু, মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ আব্দুল খালেক, হারুনুর রসিদ লিটন, রফিক মোহাম্মদ প্রমুখ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে প্রধান উপদেষ্টা আনিস রহমানের পরিচালনায় উপস্থিত সদস্যদের মৌখিক ভোটে রেজাউল করিম ফারুক সভাপতি ও আবু নাসের হাজারিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া মোশাফর হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, মুহাম্মদ আব্দুল খালেক ও কাজী নজরুলকে সাংগঠনিক সম্পাদক করে সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মামুন রশিদ মৃধা, আজিজ কামাল, নাসির উদ্দিন, জাকির হোসেন ও মোহাম্মদ হোসেন প্রমুখ।

দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে রাতের খাবার পরিবেশন করা হয়। এতে প্রায় দুই শতাধিক প্রবাসী অংশগ্রহণ করে।

এমজে