আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে যুক্তরাজ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (২০ ফেব্রুয়ারি) ‘গৌরব ৭১ যুক্তরাজ্য’র উদ্যোগে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্ট এর আয়োজন করা হয়।

সভার শুরুতে বঙ্গবন্ধুসহ সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন থেকে তেলাওয়াত করেন নূরজ্জামান খান। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কামাল। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাকিম সিকদার, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও নাসির উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য বর্ষীয়ান রাজনীতিবীদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামিম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাঈদ আহাম্মেদ সাদ, যুক্তরাজ্য যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল খানসহ আরও অনেকে।

এছাড়া গৌরব ৭১ এর সদস্য ও শিশু-কিশোরদের নিয়ে আলতাব আলী পার্কের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের শ্রদ্ধা জানানো হয়।

কেএ