পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মেক্সিকো সিটিতে দোয়া- মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় (৮ অক্টোবর) এ আয়োজন  করা হয়।

মাহফিলে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং দোয়া করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাগণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণীপাঠ করে শোনান। 

এ সময় অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলামসহ দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারি এবং মেক্সিকোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।