লিবিয়ায় শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
লিবিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করে হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) বিকেলে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের হলরুমে রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং তার জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তারা এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন।
এসএসএইচ