কার্ডিফে পাঁচ বাংলাদেশি কাউন্সিলরকে সংবর্ধনা
ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের সিটি কাউন্সিলের নির্বাচনে নবনির্বাচিত পাঁচ বাংলাদেশি কাউন্সিলরকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টার। গত সোমবার (১৮ জুলাই) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ। পরিচালনায় ছিলেন সেক্রেটারি মোহাম্মদ আসকর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েলসের ফার্স্ট মিনিস্টার মার্ক ড্রেইকফোর্ড। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্সিল লিডার হিউ টমাস, কাউন্সিলর জেসমিন চৌধুরী ও কাউন্সিলর ড. বাবলিন মল্লিক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ওয়েলফেয়ারের ট্রাস্টি মোহাম্মদ মকিস মনসুর, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ট্রেজারার মোহাম্মদ কেরামত আলী, ডিরেক্টর মুজিবুর রহমান মুজিব, ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার, প্রবীণ সাংবাদিক ও লেখক দেওয়ান ফয়সাল, কার্ডিফ বাংলা অনলাইনের এডিটর এম কে মোজাম্মেল আলী, শফিক মিয়া, নজির উদ্দিন ও মাহমুদ হোসাইন প্রমুখ।
বিজ্ঞাপন
মার্ক ড্রেইকফোর্ড তার বক্তব্যে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বই প্রকাশনাসহ বিগত দিনের কর্মকাণ্ডের প্রশংসা করেন। কার্ডিফ কাউন্সিলে এ বছর পাঁচ জন বাঙালি কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আনন্দিত হয়েছেন উল্লেখ করে তিনি আগামীতে আরও বাঙালি কাউন্সিলর নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে বৃটিশ রাজনীতিতে বাংলাদেশ কমিউনিটির নব প্রজন্মের সন্তানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কমিউনিটির জন্য করণীয় কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। এগুলো হচ্ছে- বাংলাদেশ কমিউনিটির কল্যাণে একটি বড় আকারের মাল্টিপারপাস ও মাল্টিকালচারাল সেন্টার প্রতিষ্ঠা, একটি ইসলামিক মাদরাসা করার উদ্যোগ, একটি বড় কবরস্থান করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও কার্ডিফ শাহজালাল মসজিদের সামনে একটি ক্রসিংয়ের ব্যবস্থা করার যথাযথ ভূমিকা রাখা।
এনএফ