তিউনিসিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম-উজ-জামান দেশটির রাষ্ট্রপতি কাইস সাইদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

স্থানীয় সময় সোমবার (৪ জুলাই) তিউনিসার রাষ্ট্রপতি প্রাসাদ কার্থেজে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

এসময় তিউনিসিয়ার রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রপতি কাইস সাইদ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি রাষ্ট্রদূতকে তার দায়িত্ব পালনে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত তিউনিসিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রশংসনীয় সাফল্য সম্পর্কে কাইস সাইদকে অবহিত করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এছাড়া তিউনিসিয়া ও বাংলাদেশ উভয়ের আস্থা অর্জনের লক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে অর্থপূর্ণভাবে উন্নীত করার অঙ্গীকারও ব্যক্ত করেন শামীম-উজ-জামান।

এমএইচএস