সিলেটে বন্যার্তদের পাশে পর্তুগাল বাংলা প্রেসক্লাব
সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পর্তুগালে অবস্থিত প্রবাসী সাংবাদিকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাব।
বৃহস্পতিবার (৩০ জুন) দিনব্যাপী সিলেট জেলার জৈন্তাপুর ইউনিয়নের বানভাসি প্রায় ১৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। ত্রাণসামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্যপণ্য।
বিজ্ঞাপন
ত্রাণ ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, আসক ফাউন্ডেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, শ্রীপুর পাথর কোয়ারির সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন, সোহেল আহমেদ, আমির হোসেন প্রমুখ।
গত ১৫ জুন থেকে শুরু হওয়া ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জ সৃষ্টি হয় বন্যার। বিশেষ করে হাওড় অঞ্চলের জনপদের জন্য এ বন্যা অভিশাপ হয়ে দাঁড়ায়। এসব এলাকায় নিরলসভাবে কাজ করছেন দেশের সেনা, নৌ ও বিমানবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা।
আইএসএইচ