মোজাম্বিকে গুলি করে প্রবাসী বাংলাদেশির টাকা ছিনতাই, আহত ২
আফ্রিকার দেশ মোজাম্বিকে ডাকাতের গুলিতে দুই বাংলাদেশি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ মে) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দেশটির নামপুলা প্রদেশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার মাসুম ও আলম।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মোজাম্বিক শাখা আওয়ামী লীগের সভাপতি এম ইসলাম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, মোজাম্বিকের নামপুলা প্রদেশ থেকে ৩০০ কিলোমিটার দূরের মালেমা জেলার একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ৩০ কিলোমিটার দূরে যাওয়ার পর পেছন থেকে মাসুম ও আলমের গাড়িকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে ডাকাত দল। চালকের মাথায় গুলি লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে ১৬ লাখ মেটিক্যালস (স্থানীয় মুদ্রায়) ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় ডাকাত দল।
বিজ্ঞাপন
তিনি বলেন, আহত মাসুম ও আলমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় গুলিবিদ্ধ আলমের অবস্থার অবনতি হলে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য নামপুলা প্রাদেশিক হাসপাতলে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মোজাম্বিক প্রবাসীরা।
ওএফ