করোনাবিধি ভাঙায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আট আউটলেটকে জরিমানা করা হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুবাই ইকোনমি কর্তৃপক্ষ টুইটারে তাদের দৈনিক পরিদর্শন প্রতিবেদনের অংশ হিসেবে এ তথ্য জানিয়েছে।

আট আউটলেটকে জরিমানা করা ছাড়াও ছয় আউটলেটকে স্বাস্থ্য ও সুরক্ষা প্রটোকলের জন্য সতর্ক করা হয়েছে। তবে কর্তৃপক্ষ কোনো আউটলেট বন্ধের নির্দেশ দেয়নি।

কোভিড বিস্তার রোধে কর্তৃপক্ষ দুবাইয়ের জনগণকে বারবার সতর্ক করে আসছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ কোভিডবিধি অনুসরণের ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে। যারা বিধি মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে সারাবিশ্ব যখন সংক্রামক করোনাভাইরাসের বিভিন্ন রূপ (ভ্যারিয়েন্ট) নিয়ে উদ্বিগ্ন, তখন সংযুক্ত আরব আমিরাতের চিকিৎসকরা বলেছেন, শীত মৌসুমে কোভিড-১৯ দ্রুত ছড়িয়ে পড়েছে বলে মনে হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, টিকা চলে আসায় মানুষ করোনাকে অবহেলা করছে ও অসতর্কভাবে চলাফেরা করছে। এতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাদের পরামর্শ, সবাই যাতে মাস্ক পরেন ও সামাজিক দূরত্ব মেনে চলেন।

আরএইচ/এমএইচএস