যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভারতেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে৷ মধ্যপ্রাচ্যে একদিন আগে ঈদ হলেও দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপে মঙ্গলবার (৩ মে) ঈদ উদযাপন করেছে ধর্মপ্রাণ মুসলমানরা।

ভারতের জাতীয় রাজধানী নয়াদিল্লিতে ফজরের নামাজের পরপরই মুসল্লিরা ঈদের নামাজের প্রস্তুতি নেন৷ ঐতিহ্যবাহী দিল্লির শাহী জামে মসজিদে প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল ৬টায়৷ এরপর সকাল ৭টায়, সাড়ে ৭টা, ৮টা ও সাড়ে ৮টায় রাজধানীর বাকি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়৷

নয়াদিল্লির বর্তমান তাপমাত্রা ৪৩-৪৬ ডিগ্রি পর্যন্ত উঠানামা করছে৷ মাত্রাতিরিক্ত তাপমাত্রার কথা মাথায় রেখে সকাল বেলায় সব মসজিদে নামাজ শেষ করে মুসল্লিরা। ঈদ উপলক্ষে নয়াদিল্লির জামে মসজিদ, নিজামুদ্দীন আউলিয়া মাজারসহ সব মসজিদ ও মাজার বাহারি রঙে সাজানো হয়৷

এছাড়া তীব্র গরম উপেক্ষা করে ইন্ডিয়া গেট, লাল কেল্লা, কুতুব মিনার, হুমায়ুন সমাধিসহ নানা ঐতিহাসিক স্থাপনায় দর্শনার্থীদের ভিড় দেখা গেছে৷ দর্শনার্থীদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে বাংলাদেশি পর্যটকও ছিল৷ 

এদিকে দিল্লিতে বাংলাদেশি পর্যটকদের হোটেল জোন পাহাড়গঞ্জে গিয়ে দেখা যায় বেশির ভাগ হোটেলে রুম খালি নেই৷ ফলে ঈদ উপলক্ষে বাংলাদেশ থেকে বড় ধরনের পর্যটক এসেছে বলে ধারণা করা হচ্ছ। এছাড়া ঈদ উপলক্ষে তাজমহলগামী ট্যুর এজেন্সি গুলোতেও মানুষের ভিড় লক্ষ করা গেছে৷

আইএসএইচ