কুয়েতে প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রদূতের ঈদ শুভেচ্ছা বিনিময়
কুয়েতে বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশটির কর্তুবায় বাংলাদেশ হাউস ভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। বিগত দুই বছর করোনা মহামারির কারণে বিধিনিষেধ থাকায় বন্ধ ছিল এ আয়োজন।
বিজ্ঞাপন
করোনা বিধিনিষেধ শিথিল হওয়ায় পূর্বের মতো এবার ফুল নিয়ে দল বেঁধে কুয়েতের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীরা শুভেচ্ছা বিনিময় করতে আসেন।
এ সময় প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোরশেদ, শ্রম কাউন্সেলর আবুল হোসেন, প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা ইকবাল আখতারসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সবশেষে প্রবাসীদের মিষ্টিমুখ করানো হয়। তাদের জন্য প্রীতিভোজের আয়োজনও ছিল।