পর্তুগালে সহস্রাধিক মুসল্লি নিয়ে ঈদ জামাত
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পর্তুগালের রাজধানী লিসবনে খোলা আকাশের নিচে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ভোরের আলোর শুরুর সাথে সাথে ধর্মপ্রাণ মুসল্লিরা বাংলাদেশি অধ্যুষিত এলাকার মারতিম মুনিজ ঈদগাহ ময়দানে দলে দলে জড়ো হতে শুরু করেন এবং নির্ধারিত সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে চার থেকে সাড়ে চার হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন।
বিজ্ঞাপন
ঈদ জামাতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একজন প্রবাসী বাংলাদেশি ঢাকা পোস্টকে বলেন, প্রিয়জন থেকে দূরে থাকলেও ঈদুল ফিতরের মূল আকর্ষণ হচ্ছে খোলা মাঠে ঈদগাহে নামাজ আদায় যা আমরা হাজার হাজার মাইল দূরের একটি দেশে করতে পেরে খুব আনন্দিত।
ঈদ জামাত আয়োজক কমিটির অন্যতম ব্যক্তি মার্তিম মুনিজ জামে মসজিদের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসাইন ও বাংলাদেশ ইসলামিক সেন্টার জামে মসজিদের সেক্রেটারি শোয়েব মিয়া বলেন, প্রতি বছরের মতো খোলা আকাশে ঈদের জামাতে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষ তথা পর্তুগাল সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।
এ জামাত ছাড়াও লিসবন কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭টা ও সকাল ৯টায় দুটি, কাসকাইসে সকাল ৮টায়, অধিভেলাস সেকেন্ডারি স্কুল মাঠে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
তাছাড়া পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পর্তোতে হযরত হামজা (রা.) মসজিদে সকাল ৮টা এবং সকাল ৯টায় দুটি , পর্তো কেন্দ্রীয় ইসলামিক সেন্টার হযরত বেলাল (র.) মসজিদে সকাল ৬টা ৫০ মিনিটে এবং সকাল ৮টায় দুইটি জামাতসহ ফারু, পর্যটন নগরী আলগারভ, মিল ফন্টেস , কুইমরা , মাদেইরা এবং সাগরকন্যা আছোরেস দ্বীপপুঞ্জসহ বিভিন্ন স্থানে মুসলিম উম্মার আনন্দ উৎসব ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এসকেডি