পর্তুগালে ইউরোপের তৃতীয় সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশির নাগরিকত্ব লাভ
ইউরোপের অন্যতম অভিবাসনবান্ধব দেশ হিসেবে পরিচিত পর্তুগাল। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) তথ্য অনুযায়ী, ২০২০ সালে ৬৭৮ বাংলাদেশি দেশটির নাগরিকত্ব লাভ করেছেন। ইউরোপের অন্যান্য দেশে বাংলাদেশিদের নাগরিকত্ব লাভের সংখ্যার তুলনায় যা তৃতীয় সর্বোচ্চ।
ইউরোপে সবকটি দেশের মধ্যে ইতালিতে সর্বোচ্চ ৫ হাজার ৬৬১ বাংলাদেশি ২০২০ সালে ইতালিয়ান নাগরিকত্ব লাভ করেছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। যেখানে ৭৬৬ জন বাংলাদেশি স্প্যানিশ নাগরিকত্ব পেয়েছেন।
বিজ্ঞাপন
তাছাড়া ইউরোপের অন্যান্য দেশে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি যেসব দেশের নাগরিকত্ব লাভ করেছেন এরমধ্যে ফ্রান্সে ৪৯৭, সুইডেনে ৪৩২, জার্মানিতে ২৫৫, নেদারল্যান্ডে ৯৬, ফিনল্যান্ডে ৭২ ও নরওয়েতে ৬৭ জন।
তবে ইউরোপের অন্যান্য দেশের মধ্যে একই সময়ে বাংলাদেশিসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে পর্তুগালে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ হাজার ১৪৭ জন বিদেশি নাগরিক নাগরিকত্ব লাভ করেছেন গত ২০২০ সালে। যা গত বছরের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক বিদেশি নাগরিক দেশটির নাগরিকত্ব লাভ করেন। যা ২০১৯ সালের তুলনায় দেড় গুণের বেশি।
ইউরোপিয় ইউনিয়ন জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে ইউরোপে সবচেয়ে বেশি নাগরিকত্ব পেয়েছেন মরক্কোর ৬৮ হাজার ৯০০, সিরিয়ার ৫০ হাজার ২০০, আলবেনিয়ার ৪০ হাজার ৫০০, ইউক্রেনের ১৮ হাজার ১০০, ভারতের ১৬ হাজার ৪০০ ও পাকিস্তানের ১৬ হাজার জন।
পর্তুগালের সহজ অভিবাসন এবং নাগরিকত্ব আইনের ফলে প্রতিবছরই বাংলাদেশিদের স্বল্প সময়ে নাগরিকত্ব লাভের জন্য পর্তুগাল একটি অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতি বছরই বাংলাদেশিদের পর্তুগিজ নাগরিকত্ব লাভের সংখ্যা বাড়ছে। তবে তাদের বেশিরভাগই ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন।
ওএফ