কানাডার আলবার্টার ক্যালগেরির সমাজসেবক, কমিউনিটি ব্যক্তিত্ব ও ‘আমরা সবাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য বিনয় দে মারা গেছেন।

গতকাল কানাডার মন্ট্রিলে মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

মৃত্যুকালে তিনি কন্যা সুজাতা দে, পুত্র অনিল দে, ছাড়াও অসংখ্য বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

উল্লেখ্য বিনয় দে বাংলা কমিউনিটিতে নতুন আসা অভিবাসীদের সাহায্য করা ছাড়াও বিভিন্ন সেবামূলক কাজে অত্যন্ত সক্রিয় ছিলেন।

বিনয় দে’র মৃত্যুতে আমরা সবাই সংগঠনের সভাপতি রুপক দত্ত তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তার মৃত্যুতে ক্যালগেরির বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এনএফ