মহান স্বাধীনতা দিবস ২০২২ উপলক্ষে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের আলোচনা সভা ও দলীয় উম্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।  

‌২৭ মার্চ রোববার দুপুর ১২টায় সিউলের ফরেনার্স সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একইসঙ্গে লাল-সবুজের পতাকা আনতে যারা জীবন উৎসর্গ করেছেন এবং পাকিস্থানি হানাদার বাহিনীর হাতে যে মা-বোনরা ইজ্জত হারিয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

দক্ষিণ কোরিয়ায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের তিনটি কমিটি থাকায় সিনিয়র নেতাদের মধ্যে থেকে রফিকুল ইসলাম ভুট্টো এবং মোফাজ্জেল হোসেন রনো তিনটি কমিটিকে একত্রিত করে উন্মুক্ত আলোচনা সভায় মিলিত হন। তিনটি কমিটির সবাই আওয়ামী লীগের একই ছায়াতলে আসতে আগ্রহ প্রকাশ করেন। 
সভায় সকল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করতে চাইলে একটি কমিটির সভাপতির অনুপস্থিতির কারণে আপাতত সে প্রস্তাব স্থগিত রাখা হয়।
 
সবার মতামতের ভিত্তিতে এপ্রিলের ২৪ তারিখে নতুন কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

এনএফ