পর্তুগালে রোজার পূর্ব প্রস্তুতি হিসেবে স্বাস্থ্য কর্মশালা
পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা এবং সমাধানের একটি কর্মশালার আয়োজন করা হয়। পর্তুগিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র : ইউএসএফ বাইসা ও পর্তুগাল মাল্টি কালচারাল একাডেমি স্বাস্থ্য প্রকল্পের অধীনে এ কর্মশালার আয়োজন করা হয়।
রমজানে অসুস্থ ব্যক্তিদের রোজা পালনে অনেক জটিলতা রয়েছে। বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের খাদ্যাভ্যাস ও বিভিন্ন সমস্যা রমজানের জন্য জটিল পরিস্থিতি ধারণ করে। এসব সমস্যা সমাধানের বিষয়ে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ইউএসএফ বাইসার প্রধান চিকিৎসক ক্রিশ্চিয়ানো, অপর একজন চিকিৎসকসহ একটি বিশেষায়িত টিম এবং বাংলাদেশি দুজন স্বাস্থ্যকর্মী ফারজানা ও পপি উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
পর্তুগিজ সরকারের স্বাস্থ্য বিষয়ক প্রকল্প হেলদি নেইবারহুডের অধীনে বাস্তবায়িত প্রকল্পটির আওতায় সপ্তাহে তিন দিন সোম, বুধ ও শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমিতে সরাসরি বাংলাদেশি চিকিৎসক ও নার্সের সমন্বয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ পাওয়া যায়, বিশেষ করে নারী ও শিশুদের জন্য।
প্রকল্পটিতে বাংলাদেশি ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রায় ২০ জনের অধিক স্বাস্থ্যকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। তাছাড়া লিসবনের স্থানীয় বিশ্ববিদ্যালয়ের (আই এস সি টি ই বিশ্ববিদ্যালয়) এনথ্রপলজি বিভাগের দুজন পিএইচডি গবেষক কাজ করছেন স্বেচ্ছাসেবী হিসেবে।
কর্মশালার শুরুতে প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন প্রতিষ্ঠানের পর্তুগিজ শিক্ষিকা ও প্রকল্পের সমন্বয়ক সোফিয়া ফনসেকা এবং বাংলাদেশী স্বেচ্ছাসেবী ফারজানা।
কর্মশালা শেষে উপস্থিত অংশগ্রহণকারীরা সরাসরি পর্তুগিজ ও বাংলাদেশি স্বেচ্ছাসেবী চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নেন। এ ধরনের গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ কর্মশালার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসীরা।
ওএফ